ম্যাকওএসের পরবর্তী সংস্করণ ‘বিগ সুর’

২৩ জুন, ২০২০ ০৩:০৫  
ভার্চুয়াল ডব্লিউডব্লিউডিসি কীনোটে অ্যাপল তাদের আইওএস ১৪, ওয়াচওস, আইপডস ও আইপ্যাডস তুলে ধরেছে। তবে এখনও কোম্পানিটির ল্যাপটপ পণ্যের ঘোষণা বাকি রয়েছে। তবে এরই মধ্যে ঘোষিত হয়েছে ম্যাকের অপারেটিং সিস্টেম ‘ম্যাকওএস বিগ সুর’। খবর এনগ্যাজেট। ক্রেইগ ফেডেরিঘি নতুন ওএসটির ডিজাইন ও গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরেন। অ্যাপল দাবি করেছে, ম্যাক ওএস এক্স উন্মোচনের পর থেকে এটির হবে ডিজাইনে সবচেয়ে বড় আপগ্রেড। নতুন ওএসে থাকছে ব্যবহারকারীর সুবিধামতো পরিবর্তনযোগ্য স্টার্ট পেজ এবং স্ক্রিণের ভালো ব্যবহারের জন্য অ্যাপ ডক ও ফাইন্ডার সুবিধা। এর মেইল অ্যাপের নেভিগেশন ইন্টারফেসে পুনরায় রঙের পরিবর্তন আনা হয়েছে ও আপডেটেড সাইডবারে ফটোজ প্রদর্শিত হবে। সহজে অ্যানিমেশন তৈরি সুবিধা থাকছে। এছাড়া ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী পাল্টে যাবে মেন্যু। নোটিফিকেশন সেন্টারেও পরিবর্তন আনা হয়েছে। প্যানেলে বিভিন্ন আকারের উইজেট যোগ করার সুবিধা যুক্ত হয়েছে। অনেকটা আইওএসের নতুন সংস্করণের মতোই সাজানো হয়েছে ম্যাকওএস। ডিবিটেক/বিএমটি